'মূলধারা ৭১' গ্রন্থটি কে রচনা করেন?

A মঈদুল হাসান

B এম, আর, আখতার মুকুল

C জাহানারা ইমাম

D হাসান হাফিজুর রহমান

Solution

Correct Answer: Option A

-বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ইতিহাস রচনায় এই গ্রন্থ নিঃসন্দেহে মূল্যবান সংযোজন।
-লেখক মঈদুল হাসান একাত্তর সালের জাতীয় ও আন্তর্জাতিক পটভূমিতে বাংলাদেশের মুক্তিযুদ্ধের রাজনৈতিক, সামরিক ও কূটনৈতিক সকল মূল উপাদানকেই একত্রে তুলে ধরেছেন।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions