মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র নয় কোনটি?
A ওরা এগারজন
B জয়যাত্রা
C সারেং বৌ
D আগুনের পরশমণি
Solution
Correct Answer: Option C
- সারেং বৌ মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র নয়।
- এই চলচ্চিত্রটি ১৯৮৯ সালে মুক্তি পায়।
- এই চলচ্চিত্রটিতে একটি গ্রামের সারেং বৌয়ের গল্প তুলে ধরা হয়েছে।
- চলচ্চিত্রটিতে মুক্তিযুদ্ধের কোনো উল্লেখ নেই।