Solution
Correct Answer: Option C
ভগ্নাংশগুলোকে তুলনা করার সবচেয়ে সহজ উপায় হলো সেগুলোকে দশমিকে রূপান্তর করা।
A) ২/৫ = ০.৪
B) ১/২ = ০.৫
C) ৩/৫ = ০.৬
D) ৪/৯ = ০.৪৪...
দশমিক মানগুলো তুলনা করলে আমরা দেখতে পাই যে ০.৬ সবচেয়ে বড়। সুতরাং, ৩/৫ ভগ্নাংশটি বৃহত্তম।