4x2 + 4x + 1 = 0 সমীকরণের মূলদ্বয়ের প্রকৃতি কী?

A বাস্তব এবং অসমান

B বাস্তব এবং সমান

C কাল্পনিক

D বাস্তব

Solution

Correct Answer: Option B

4x2 + 4x + 1 = 0 কে ax2 + bx + c = 0 সমীকরণের সাথে তুলনা করে পাই, 
a = 4, b = 4, c = 1

নিশ্চায়ক = b2 - 4ac
= 42 - (4 × 4 × 1)
= 16 - 16
= 0

নিশ্চায়ক শূন্য হলে, মূলদ্বয় বাস্তব এবং সমান হয়।
অতএব, মূলদ্বয় বাস্তব ও সমান।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions