ত্রিভুজের যে কোন দুই বাহুর মধ্যবিন্দুর সংযোজক সরলরেখার তৃতীয় বাহুর__

A সমান

B অর্ধেক

C দ্বিগুন

D তিনগুন

Solution

Correct Answer: Option B

- ত্রিভূজের যেকোনো দুই বাহুর মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ তৃতীয় বাহুর সমান্তরাল এবং দৈর্ঘ্যে তার অর্ধেক। এটি একটি উপপাদ্য।

এখানে, AB এর মধ্যবিন্দু D এবং  AC এর মধ্যবিন্দু E হলে,
DE ।। BC, এবং  
DE = ½ BC
-সূত্রঃ উপপাদ্য ১৫-অধ্যায় ৬ ।নবম-দশম শ্রেণি (পুরাতন বই)।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions