'দৈনিক স্বরাজ' পত্রিকার সাহিত্য বিভাগের সম্পাদক কে ছিলেন?
A জীবনানন্দ দাশ
B সত্যপ্রসন্ন দত্ত
C সঞ্জয় ভট্টাচার্য
D নীরেন্দ্রনাথ চক্রবর্তী
Solution
Correct Answer: Option A
- দৈনিক স্বরাজের রোববারের সাময়িকী তথা সাহিত্যপাতার দায়িত্ব দেওয়া হয় জীবনানন্দকে।
- মূলত 'পূর্বাশা' পত্রিকার সম্পাদক সঞ্জয় ভট্টাচার্য এবং প্রকাশক সত্যপ্রসন্ন দত্তর ঐকান্তিক ও আন্তরিক প্রচেষ্টায় তিনি এই চাকরিটা পান। অর্থাৎ তিনি ছিলেন স্বরাজের সাহিত্য বিভাগের সম্পাদক।