একটি ঘড়ি ৬১২ টাকায় বিক্রি করলে ১৫% ক্ষতি হয় । কত টাকায় বিক্রি করলে ১০% লাভ হবে?
Solution
Correct Answer: Option C
১৫% ক্ষতিতে,
ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য = (১০০-১৫) = ৮৫ টাকা
এখন,
বিক্রয়মূল্য ৮৫ টাকা হলে ক্রয়মূল্য ১০০ টাকা
বিক্রয়মূল্য ১ টাকা হলে ক্রয়মূল্য (১০০/৮৫) টাকা
বিক্রয়মূল্য ৬১২ টাকা হলে ক্রয়মূল্য {(৬১২ x ১০০)/৮৫} টাকা
= ৭২০ টাকা
আবার,
১০% লাভে বিক্রয়মূল্য = (১০০+১০) = ১১০ টাকা
ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য ১১০ টাকা
ক্রয়মূল্য ১ টাকা হলে বিক্রয়ল্য (১১০/১০০) টাকা
ক্রয়মূল্য ৭২০ টাকা হলে বিক্রয়মূল্য {(৭২০ x ১১০)/১০০} টাকা
= ৭৯২ টাকা
সুতরাং, ৭৯২ টাকায় বিক্রি করলে ১০% লাভ হবে।