বাংলাদেশে ইসলামি রেনেসাঁর কবি কাকে বলা হয়?
Solution
Correct Answer: Option A
- ইসলামি রেনেসাঁর কবি বা ইসলামি স্বাতন্ত্রবাদী কবি ফররুখ আহমদ।
- তাঁর রচিত কবিতায় পাকিস্তানবাদ, ইসলামি আদর্শ বিশেষত মুসলিম জাগরণ এবং আরব- ইরানের ঐতিহ্য উজ্জ্বলভাবে প্রস্ফুটিত হয়েছে।
তাঁর রচিত প্রথম প্রকাশিত ও শ্রেষ্ঠ কাব্য: 'সাত সাগরের মাঝি (১৯৪৪);
কাব্যনাট্য 'নৌফেল ও হাতেম (১৯৬১);
কাহিনীকাব্যঃ 'হাতেমতায়ী' (১৯৬৬);
সনেট সংকলন: 'মুহুর্তের কবিতা (১৯৬৩);
শিশুতোষ গ্রন্থ: 'পাখির বাসা (১৯৬৫);
কাব্যগ্রন্থ: 'সিরাজাম মুনিরা' (১৯৫২), 'হাবেদা মরুর কাহিনী' (১৯৮১), 'সিন্দাবাদ'।
- বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম, মহাকবি কায়কোবাদ, আধুনিক বাংলা সাহিত্যের প্রথম মুসলিম ঔপন্যাসিক মীর মশাররফ হোসেন।