কম্পিউটারকে নেটওয়ার্কে যুক্ত করার জন্য যে কার্ড ব্যবহৃত
হয় তাকে বলে?
A Modem
B NIC
C Router
D Hub
Solution
Correct Answer: Option B
নেটওয়ার্কে কম্পিউটারগুলো ক্যাবল দিয়ে যুক্ত করতে একটি বিশেষ ধরনের ইলেকট্রনিক সার্কিট ব্যবহার করতে হয়। এই ইলেকট্রনিক সার্কিটকে বলা হয় Network Interface Card (NIC)। এর অপর নাম Local Area Network (LAN) ।