জনাব তারেক মোটর সাইকেলে ঘণ্টায় ৫০ কি.মি. বেগে ৩ ঘণ্টা এবং ৪০  কি.মি. বেগে পরবর্তী ২ ঘণ্টায় বাড়ি থেকে ঢাকা পৌঁছালেন । তার গড় গতিবেগ কত?

A ৪৫ কি.মি./ঘণ্টা

B ৪৬ কি.মি./ঘণ্টা

C ৪৪ কি.মি./ঘণ্টা

D ৪৭ কি.মি./ঘণ্টা

Solution

Correct Answer: Option B

১ম ৩ ঘণ্টায় অতিক্রআন্ত পথ =(৩ *৫০) =১৫০ কি.মি.
পরবর্তী ২ ঘণ্টায় অতিক্রআন্ত পথ =(৪০ * ২) =৮০  কি.মি.

অতএব, মোট সময় = (৩ + ২) ঘণ্টা = ৫ ঘণ্টা,
এবং মোট অতিক্রআন্ত পথ = (১৫০ + ৮০) কি.মি. = ২৩০ কি.মি.

সুতরাং  গড় গতিবেগ = মোট অতিক্রান্ত পথ/মোট অতিবাহিত সময়
= ২৩০ / ৫  কি.মি.
= ৪৬ কি.মি./ঘণ্টা।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions