'দাদা মশাই' কার উপাধি ছিল?

A অমৃতলাল বসু

B কেদারনাথ বন্দ্যোপাধ্যায়

C দিলওয়ার

D আবদুল হক 

Solution

Correct Answer: Option B

• সাহিত্য-মহলে কেদারনাথ বন্দ্যোপাধ্যায়  'দাদামহাশয়’ নামে পরিচিত ছিলেন।
- কেদারনাথের জন্ম ১২৬৯ বঙ্গাব্দের ৪ঠা ফাল্গুন (১৫ই ফেব্রুয়ারি, ১৮৬৩) রবিবার উত্তর ২৪ পরগণার দক্ষিণেশ্বরে। পিতা গঙ্গানারায়ণ বন্দ্যোপাধ্যায়।
- ১৯৩৩ খ্রীষ্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে তিনি জগত্তারিণী স্বর্ণপদকলাভ করেন।
- সাহিত্য সেবার স্বীকৃতি স্বরূপ তিনি দিল্লী (১৯২৬), মিরাট (১৯২৭), নাগপুর (১৯৩৪), কলকাতা, কাশী প্রভৃতি স্থানে অনুষ্ঠিত‘প্রবাসী বঙ্গ-সাহিত্য সম্মেলন’-এর সভাপতির পদ অলঙ্কৃত করেছেন।
- ১৩৫৬ বঙ্গাব্দের ১২ই অগ্রহায়ণ (২৯ শে নভেম্বর ১৯৪৯) সোমবার শেষরাত্রিতে ৮৭ বছর বয়সে পরলোক গমন করেন।
• তার রচিত গ্রন্থসমূহ- 
♦ ‘রত্নাকর’ (অভিনয় কাব্য, ১৮৯৩)
♦ 'গুপ্তরত্নোদ্ধার’ ( প্রাচীন কবিদের সঙ্গীত সংগ্রহ, ১৮৯৪)
♦ 'কাশীর কিঞ্চিৎ’ (রস কবিতা, ১৯১৫)
♦ ‘কাশী সঙ্গীতাঞ্জলি' (১৯১৬)
♦ 'চীনযাত্রী' (ভ্রমণ কাহিনী, ১৯২৫)
♦ 'শেষ খেয়া' (উপন্যাস, ১৯২৫)
♦ 'আমরা কি ও কে' (লিপিচিত্র, ১৯২৭)♦ ‘কবলুতি' (লিপিচিত্র, ১৯২৮)

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions