Solution
Correct Answer: Option B
- ইন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের ছদ্মনাম ছিল “পঞ্চানন্দ”। এই ছদ্মনামে তিনি বহু চুটকী রচনা করেন।
• ইন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় (১৪ মে,১৮৪৯ - ২৩ মার্চ, ১৯১১) একজন বাঙালি কবি, সাহিত্যিক ও আইনজীবী।
তার রচনাবলী-
• 'উৎকৃষ্ট কাব্যম' (১৮৭০) ব্যঙ্গকাব্
• 'কল্পতরু' (১৮৭৪) উপন্যাস
• 'ভারত উদ্ধার' ( ১৮৭৮)
• 'ব্যঙ্গকাব্য'ক্ষুদিরাম' (১৮৮৮) উপন্যাস
• 'হাতে হাতে ফল' (১৮৮২)
• 'পাঁচু ঠাকুর' (১৯০৯)
আরও কিছু ছদ্মনামঃ
প্রকৃত নাম: শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
ছদ্মনাম: অনিলা দেবী
প্রকৃত নাম: বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
ছদ্মনাম: কমলাকান্ত
প্রকৃত নাম: জীবনান্দ দাশ
ছদ্মনাম: কালপুরুষ