Nazrul, ______ is our national poet, was also a soldier.
Solution
Correct Answer: Option C
- এই শূন্যস্থানে একটি Relative Pronoun প্রয়োজন যা 'Nazrul' (একজন ব্যক্তি)-কে নির্দেশ করবে এবং পরবর্তী clause ("is our national poet")-এর subject (কর্তা) হিসেবে কাজ করবে।
Who: ব্যক্তিকে subject হিসেবে নির্দেশ করার জন্য ব্যবহৃত হয়। এখানে "who is our national poet" বাক্যাংশে 'who' শব্দটি নজরুলের পরিবর্তে বসেছে এবং 'is' verb-টির কর্তা হিসেবে কাজ করছে। তাই এটিই সঠিক উত্তর।
Whom: ব্যক্তিকে object (কর্ম) হিসেবে নির্দেশ করার জন্য ব্যবহৃত হয়।
He: এটি একটি Personal Pronoun। দুটি clause-কে এভাবে যুক্ত করার জন্য এটি ব্যবহার করা হয় না।
What: বস্তু বা ধারণাকে নির্দেশ করতে ব্যবহৃত হয়, ব্যক্তিকে নয়।