যদি x + 2y = 4 এবং x/y = 2 হয়, তবে x এবং y -এর মান কত?
Solution
Correct Answer: Option B
দেওয়া আছে, x + 2y = 4 ...... (1)
এবং x/y = 2
বা, x = 2y ........ (2)
x এর মান (1)নং এ বসিয়ে পাই,
2y + 2y = 4
বা, 4y = 4
বা, y = 1
এখন y এর মান (2)নং এ বসিয়ে পাই,
x = 2.1 = 2
∴ x = 2