ক্রয়মূল্য বিক্রয়মূল্যের চারগুণ হলে শতকরা ক্ষতির পরিমাণ কত?

A ২৫% 

B ৪০% 

C ৫০% 

D ৭৫% 

Solution

Correct Answer: Option D

ধরি, বিক্রয়মূল্য = ক

তাহলে, ক্রয়মূল্য = ৪ক
∴ ক্ষতি = ৪ক - ক = ৩ক

∴ শতকরা ক্ষতি হবে = (৩ক/৪ক) × ১০০
= ৭৫%

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions