একটি বিদ্যালয়ে ১৩৬ জন নতুন শিক্ষার্থী ভর্তি হওয়ায়, শিক্ষার্থীর সংখ্যা ১৭% বেড়ে গেল। পূর্বে শিক্ষার্থীর সংখ্যা কত ছিল?
A ৬০০ জন
B ৭০০ জন
C ৮০০ জন
D ৯০০ জন
Solution
Correct Answer: Option C
প্রশ্নমতে,
১৭% = ১৩৬ জন
∴ ১% = ১৩৬/১৭ জন
∴ ১০০% = (১৩৬/১৭) × ১০০
= ৮ × ১০০
= ৮০০ জন
∴ শিক্ষার্থীর সংখ্যা ছিল ৮০০ জন।