২০ মিটার কাপড় তিন ভাইবোন কবির, মুহিত ও চৈতির মধ্যে ৫ : ৩ : ২ অনুপাতে ভাগ করলে কবির ও মুহিতের কাপড়ের সমষ্টির পরিমাণ কত?
A ১৪ মিটার
B ১২ মিটার
C ১৬ মিটার
D ১৮ মিটার
Solution
Correct Answer: Option C
কাপড়ের পরিমাণ = ২০ মিটার
প্রদত্ত অনুপাত = ৫ : ৩ : ২
অনুপাতের সংখ্যাগুলোর যোগফল = ৫ + ৩ + ২ = ১০
কবিরের অংশ = ২০ মিটারের ৫/১০ অংশ = ১০ মিটার
মুহিতের অংশ = ২০ মিটারের ৩/১০ অংশ = ৬ মিটার
কবির ও মুহিতের কাপড়ের সমষ্টির পরিমাণ = ১০ + ৬ = ১৬ মিটার