একটি বাস সকাল ৫টা ১৫ মিনিটে ঢাকা থেকে রওনা হয়ে কোথাও না থেমে সকাল ৯ টা ৩০ মিনিটে নড়াইল পৌঁছাল। যদি বাসের গতিবেগ ঘন্টায় ৫০ কি.মি. হয় তবে ঢাকা থেকে নড়াইলের দূরত্ব কত?
A ২২১.৫ কি.মি.
B ২১২ কি.মি.
C ২২০.৫ কি.মি.
D ২১২.৫ কি.মি.
Solution
Correct Answer: Option D
মোট সময় = (৯ টা ৩০ - ৫ টা ১৫) = ৪ ঘণ্টা ১৫ মিনিট
= ৪ ঘণ্টা + ১/৪ ঘণ্টা
= ১৭/৪ ঘণ্টা
১ ঘণ্টায় যায় ৫০ কি.মি.
∴ ১৭/৪ ঘণ্টায় যায় (৫০ × ১৭)/৪ কি.মি.
= ২১২.৫ কি.মি.