১০০ মিটার লম্বা একটি রেলগাড়ি একটি স্তম্ভকে ১২ সেকেন্ডে অতিক্রম করল। এই রেলগাড়ির গতিবেগ ঘণ্টায় কত কিলোমিটার?
A ৬০ কিলোমিটার/ঘণ্টা
B ৪০ কিলোমিটার/ঘণ্টা
C ৩০ কিলোমিটার/ঘণ্টা
D ৫০ কিলোমিটার/ঘণ্টা
Solution
Correct Answer: Option C
আমরা জানি,
গতিবেগ = দূরত্ব/সময়
∴ রেলগাড়ির গতিবেগ = ১০০ মিটার/১২ সেকেন্ড
= (১০০/১০০০)কিলোমিটার/(১২/৩৬০০) ঘণ্টা
= (১০০ × ৩৬০০)/(১২ × ১০০০) কিলোমিটার/ঘণ্টা
= ৩০ কিলোমিটার/ঘণ্টা