১১০ মিটার এবং ৯০ মিটার দীর্ঘ দুটি ট্রেন পরস্পরের দিকে সমান্তরালভাবে যথাক্রমে ১১০ কি.মি. বেগে এবং ৩৪ কি.মি. বেগে ছুটে আসছে। পরস্পরকে অতিক্রম করতে কত সময় লাগবে?
A ৫০ সেকেন্ড
B ২৫ সেকেন্ড
C ১০ সেকেন্ড
D ৫ সেকেন্ড
Solution
Correct Answer: Option D
ট্রেন দুটির আপেক্ষিক গতি {(১১০ + ৩৪)×১০০০}/৩৬০০ = ৪০ মি./সে.
দুটি ট্রেনের দৈর্ঘের সমান দূরত্ব অতিক্রম করতে সময় লাগবে = (১১০ + ৯০)/৪০ = ৫ সেকেন্ড