৩০০ মিটার লম্বা একটি ট্রেন ৫০০ মিটার লম্বা একটি প্লাটফর্ম ২ মিনিটে অতিক্রম করলে ট্রেনটির গতিবেগ ঘণ্টায় কত কি.মি. ছিল?

A ২৪ কি.মি./ঘণ্টা

B ২৫ কি.মি./ঘণ্টা

C ২৮ কি.মি./ঘণ্টা

D ৩০ কি.মি./ঘণ্টা

Solution

Correct Answer: Option A

মোট দূরত্ব = ৩০০ + ৫০০ = ৮০০ কি.মি.
সময় = ১২০ সে.

প্রশ্নমতে,
⇒ বেগ = ৮০০/১২০ মি/সে
⇒ বেগ = (৮০০ × ৩৬০০) / (১২০ × ১০০০) মি/সে
⇒ বেগ = ২৪ কি.মি./ঘণ্টা

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions