১০% হারে ৫০০০ টাকার ২ বছরের সরল ও চক্রবৃদ্ধি সুদের পার্থক্য কত টাকা?
Solution
Correct Answer: Option D
১০% হারে,
সরল মুনাফা = ৫০০০ × (১০/১০০) × ২
= ১০০০ টাকা
চক্রবৃদ্ধি মুনাফা = ৫০০০(১ + ১/১০)২ - ৫০০০
= ৫০০০ × (১১২/১০২) - ৫০০০
= ৫০ × ১২১ - ৫০০০
= ৬০৫০ - ৫০০০
= ১০৫০ টাকা
∴ ১০% হারে ৫০০০ টাকার ২ বছরের সরল ও চক্রবৃদ্ধি সুদের পার্থক্য = ১০৫০ - ১০০০ টাকা
= ৫০ টাকা