কোনো আসল ৩ বছরে সুদে-আসলে ১১০৪ টাকা এবং ৫ বছরে সুদে-আসলে ১২০০ টাকা হয়। শতকরা সুদের হার কত?
Solution
Correct Answer: Option B
আসল + ৫ বছরের সুদ =১২০০ টাকা
আসল + ৩ বছরের সুদ= ১১০৪ টাকা
∴ ২ বছরের সুদ =(১২০০ - ১১০৪) = ৯৬ টাকা
১ বছরের সুদ =৯৬/২ টাকা
৫ বছরের সুদ = (৯৬ × ৫)/২ টাকা
= ২৪০ টাকা
আসল = (১২০০ - ২৪০) = ৯৬০ টাকা
৯৬০ টাকার ৫ বছরের সুদ ২৪০ টাকা
১০০ টাকার ১ বছরের সুদ = (১০০ × ২৪০)/(৯৬০×৫)
= ৫%