বার্ষিক ৫% সরল সুদে কত টাকা বিনিয়োগ করলে ৩ বছরে তা ৮০৫ টাকা হবে?
Solution
Correct Answer: Option C
ধরি,
আসল ১০০ টাকা
১ বছরে সুদ ৫ টাকা
∴ ৩ বছরে সুদ = (৩ × ৫) টাকা = ১৫ টাকা
∴ সুদাসল = (১০০ + ১৫) = ১১৫ টাকা
সুদাসল ১১৫ টাকা হলে আসল ১০০ টাকা
∴ সুদাসল ১ টাকা হলে আসল (১০০/১১৫) টাকা
∴ সুদাসল ৮০৫ টাকা হলে আসল (১০০ × ৮০৫)/১১৫ টাকা = ৭০০ টাকা