বার্ষিক ১০% হার মুনাফায় ১০০০ টাকার ৪ বছরের সরলমুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফার মধ্যে পার্থক্য কত?

A ৬২. ৫০ টাকা

B ৫৪. ৭০ টাকা

C ৬৪. ১০ টাকা

D ৪৪. ৯০ টাকা

Solution

Correct Answer: Option C

এখানে,
আসল P = ১০০০
মুনাফার হার r = ১০% = ১০/১০০ = ১/১০
সময় n = ৪ বছর
সরল মুনাফা, I = Pnr
বা, I = (১০০০×৪×১)/১০
       = ৪০০ টাকা

চক্রবৃদ্ধি মূলধন,
C = P (১ + r)n
= ১০০০(১ + ১/১০))
= ১০০০(১ + ০.১)
= ১০০০×(১.১)
= ১০০০× ১.৪৬৪১
=১৪৬৪.১
∴ চক্রবৃদ্ধি মুনাফা = ১৪৬৪.১০ - ১০০০ = ৪৬৪.১  টাকা।
∴ চক্রবৃদ্ধি মুনাফা ও সরল-মুনাফার পার্থক্য = (৪৬৪.১০ - ৪০০) = ৬৪. ১০ টাকা।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions