একটি রম্বসের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য ৮ সে.মি. এবং ১২ সে.মি.। রম্বসটির ক্ষেত্রফল কত?
A ১২ বর্গ সে.মি.
B ২৪ বর্গ সে.মি.
C ৪৮ বর্গ সে.মি.
D ৯৬ বর্গ সে.মি.
Solution
Correct Answer: Option C
আমরা জানি,
রম্বসের ক্ষেত্রফল = (১/২) × কর্ণদ্বয়ের গুণফল
= (১/২) × ৮ × ১২ বর্গ সে.মি.
= ৪৮ বর্গ সে.মি.