কোন মুসলিম মনীষী সর্বপ্রথম নোবেল পুরস্কার পান?

A ইয়াসিন আরাফাত

B নাগীব মাহফুজ

C আনোয়ার সাদাত

D আব্দুস সালাম

Solution

Correct Answer: Option C

- আনোয়ার সাদাত ১৯৭০ থেকে ১৯৮১ সাল পর্যন্ত মিশরের প্রেসিডেন্ট ছিলেন।
- ১৯৭৮ সালে ইসরাইলের সাথে 'ক্যাম্প ডেভিড' চুক্তি করার কারণে তিনি ইসরাইলের প্রধানমন্ত্রী বেনামে বেগিম এর সাথে যৌথভাবে নোবেল পুরস্কার লাভ করে।

-  আনোয়ার সাদাত, বিষয়: শান্তি, সাল: ১৯৭৮
-  ইয়াসিন আরাফাত, বিষয়: শান্তি, সাল: ১৯৯৪
-  নাগীব মাহফুজ, বিষয়: সাহিত্য, সাল: ১৯৮৮
-  আব্দুস সালাম, বিষয়: পদার্থবিজ্ঞান, সাল: ১৯৭৯

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions