৬ জন ফলিত গণিতের এবং ৪ জন গণিতের ছাত্র থেকে ৬ জনের একটি কমিটি গঠন করতে হবে। ফলিত গণিতের ছাত্রদেরকে সংখ্যাগরিষ্ঠতা দিয়ে কত প্রকারে কমিটি গঠন করা যাবে?
Solution
Correct Answer: Option B
কমিটির সংখ্যা = (৬C৪ × ৪C২) + (৬C৫ × ৪C১) + (৬C৬ × ৪C০)
= (১৫ × ৬) + (৬ × ৪) + ১
= ৯০ + ২৪ + ১
= ১১৫