কোন সমবাহু ত্রিভুজের শীর্ষকোণের সমদ্বিখন্ডকের সাথে ভূমির সম্পর্ক হবে-

A সমান্তরাল

B ভূমির ওপর লম্ব হবে

C বহিঃস্থ কোণ

D ভূমির সাথে ৬০° কোণ উৎপন্ন করবে

Solution

Correct Answer: Option B

কোন সমবাহু ত্রিভুজের শীর্ষকোণের সমদ্বিখন্ডক ভূমির উপর লম্ব হয়।

চিত্রে ABC সমবাহু ত্রিভুজের প্রত্যকটি কোন ৬০º, এখন শীর্ষকোণের সমদ্বিখন্ডক ৩০º
তাহলে CDB ত্রিভুজের D= ১৮০ - (৬০+৩০)
= ১৮০ - ৯০
= ৯০º
সুতরাং, সমদ্বিখন্ডক CD, ভূমি AB এর উপর লম্ব।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions