একটি ব্যাগে ৪টি সাদা ও ৫টি কালো বল আছে। একজন লোক নিরপেক্ষভাবে ৩টি বল উত্তোলন করলেন। ৩টি বলই কালো হবার সম্ভাবনা কত?
A ৮/৯
B ৫/৪২
C ৫/১২
D ৩/৮
Solution
Correct Answer: Option B
মোট বল = ৪ + ৫ = ৯
৫টি বলই কালো হওয়ার সম্ভাবনা = (৫/৯) x {(৫-১)/(৯-১)} x {(৫-২)/(৯-২)}
= (৫/৩) x (১/২) x (১/৭)
= ৫/৪২