ভাষা আন্দোলনভিত্তিক চলচ্চিত্র 'ফাগুন হাওয়ায়' এর চিত্রনাট্য নেওয়া হয়েছে কোনটি থেকে?
Solution
Correct Answer: Option B
ভাষা আন্দোলনভিত্তিক চলচ্চিত্র 'ফাগুন হাওয়ায়' এর চিত্রনাট্য নির্মিত হয়েছে টিটো রহমানের ছোটগল্প 'বউ কথা কও' অবলম্বনে।
- ফাগুন হাওয়ায়(২০১৯) তৌকীর আহমেদ পরিচালিত বাংলাদেশী ঐতিহাসিক নাট্যধর্মী চলচ্চিত্র।
অন্যদিকে,
- 'আরেক ফাল্গুন'(১৯৬৮) জহির রায়হানের ভাষা আন্দোলনভিত্তিক উপন্যাস(প্রথম উপন্যাস)।
- 'একুশের গল্প' জহির রায়হানের ভাষা আন্দোলনভিত্তিক ছোটগল্প।
- 'বাংলা বিনে গতি নাই' আবদুল লতিফ এর ভাষা আন্দোলনভিত্তিক গান।