মর্সিয়া সাহিত্যের হিন্দু কবি কে?

A কৃষ্ণদাস কবিরাজ

B ভীমসেন রায়

C রাধারমণ গোপ

D দ্বিজ ঈশান

Solution

Correct Answer: Option C

কারবালা-কেন্দ্রিক শোকগাঁথার অপর নাম মর্সিয়া সাহিত্য।
- আরবি ‘মর্সিয়া’ শব্দের অর্থ শোক। শোকবিষয়ক রচনাকে মর্সিয়া সাহিত্য বলা হয়।
- ফকির গরীবুল্লাহ এ ধারার প্রধান কবি।
- এ সাহিত্যধারার একমাত্র হিন্দু কবি রাধারমণ গোপ।
- এ ধারার অন্যান্য কবি : দৌলত উজির বাহরাম খান, মুহম্মদ খান, হায়াৎ মামুদ, হামিদুল্লাহ খান, জাফর, হামিদ প্রমুখ।
- আধুনিক যুগের মীর মোশাররফ হোসেন, কায়কোবাদ এ ধারার কবি।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions