অভিবাসন নিয়ে জাতিসংঘ কর্তৃক গৃহীত প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রস্তাবটির আনুষ্ঠানিক নাম কি?
A Global Compact for Legal Migration
B Global Care for Safe, Orderly and Legal Migration
C Global Compact for Safe, Orderly and Legal Migration
D Global Compact for Safe Migration
Solution
Correct Answer: Option C
অভিবাসন সংক্রান্ত বৈশ্বিক চুক্তি
- অভিবাসন নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ২০১৬ সালের প্রস্তাবটি চুক্তিতে পরিণত হয়েছে।
- ২০১৮ সালের ১০-১৯ ডিসেম্বর তারিখে মরক্কোতে অনুষ্ঠিত বিশ্ব অভিবাসী সম্মেলনে প্রধানমন্ত্রীর প্রস্তাবটি জাতিসংঘে গৃহীত হয়।
• চুক্তির আনুষ্ঠানিক নাম: Global Compact for Safe, Orderly and Legal Migration.
• পরিচয়: নিরাপদ, সুশৃঙ্খল ও বৈধ অভিবাসনের জন্য বৈশ্বিক চুক্তি। এটি অভিবাসনের সর্বোচ্চ আইন
• স্বাক্ষর: ২০১৮ সালের ১৯ ডিসেম্বর তারিখে মরক্কোর মারাকেশে
• গুরুত্ব: অভিবাসীদের সুরক্ষা ও মানবাধিকার, বৈধভাবে অভিবাসীদের জন্য সুযোগ তৈরি এবং তাদের কাজের সুযোগের উপর গুরুত্বারোপ করা হয়েছে।
• স্বাক্ষর করে: ১৬০টির বেশি দেশ
• স্বাক্ষর করেনি: যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া ও ইউরোপীয় ইউনিয়নসহ শক্তিশালী বহু দেশ
• চুক্তির লক্ষ্য: ২৩টি