ভারতের পশ্চিম মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে জন্মগ্রহণ করেন-
Solution
Correct Answer: Option C
ইশ্বরচন্দ্র বিদ্যাসাগর ১৮২০ সালের ২৬ সেপ্টেম্বর পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে জন্মগ্রহণ করে। ইশ্বরচন্দ্র বিদ্যাসাগর বাংলা গদ্যের জনক.
উল্লেখযোগ্য রচনাঃ
প্রভাবতী সম্ভাষণ, স্বরচিত জীবনচরিত, জীবনচরিত (ইংরেজি বই অবলম্বনে), বেতালপঞ্চবিংশতি (হিন্দী থেকে), বাঙ্গলার ইতিহাস (মার্শম্যানের বই অনুসারে),
শকুন্তলা (কালিদাসের অভিজ্ঞান শকুন্তলাম অনুসারে), সীতার বনবাস (রামায়ণ অনুসারে), ব্রজবিলাস, অতি অল্প হইল।