'নকশী কাঁথার মাঠ' ইংরেজিতে কে অনুবাদ করেন?

A Thomas de Quincey

B E. M. Millford

C John Donne

D E. M. Forster

Solution

Correct Answer: Option B

- জসীমউদ্দীনের শ্রেষ্ঠ কাহিনীকাব্য 'নকশী কাঁথার মাঠ' (১৯২৯)।
- এ গ্রন্থের প্রথম অংশে আছে চাষার ছেলে রূপাই ও পাশের গ্রামের মেয়ে সাজুর প্রথম পরিচয় থেকে অনুরাগের বিকাশ ও বিবাহ এবং কয়েক মাসের সুখময় জীবনের গল্প এবং দ্বিতীয় ভাগে তাদের বিচ্ছেদ।
- ১৯২৮ সালে ময়মনসিংহের গফরগাঁও উপজেলার শিলাসী গ্রামে জসীমউদ্দীন ময়মনসিংহ গীতিকা সংগ্রহ করতে আসলে রূপাই নামক এক ব্যক্তির সাথে তাঁর পরিচয় ঘটে।
- এ ব্যক্তির বাস্তব জীবনীকে কেন্দ্র করে তিনি রচনা করেন 'নকশী কাঁথার মাঠ'।
- E. M. Milford এটিকে Field of the Embroidery Quilt নামে ইংরেজিতে অনুবাদ করেন।
- এছাড়াও বিভিন্ন ভাষায় এটি অনূদিত হয়েছে।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions