GOLDEN শব্দের অক্ষর গুলোকে কত উপায়ে সাজানো যাবে যাতে G সবসময় প্রথম অক্ষর থাকে?
A ১২০ উপায়ে
B ৭২০ উপায়ে
C ২৪ উপায়ে
D ৬০০ উপায়ে
Solution
Correct Answer: Option A
GOLDEN শব্দটিতে প্রথম অক্ষর G ছাড়া আর বর্ণ আছে ৫ টি এবং প্রত্যেকটি বর্ণই ভিন্ন ভিন্ন।
৫ টি ভিন্ন বর্ণকে সাজানোর উপায় = 5!
= 120
অর্থাৎ মোট ১২০ উপায়ে সাজানো যাবে।