কোনটি সন্ধি বিষয়ক অপপ্রয়োগ?
A উচ্ছ্বাস
B ততোধিক
C যথেষ্ট
D পৃথকন্ন
Solution
Correct Answer: Option D
'পৃথক' এবং 'অন্ন'—এই দুটি শব্দ সন্ধি দ্বারা যুক্ত হয় না। এদেরকে আলাদাভাবে 'পৃথক অন্ন' লিখতে হয়। বাংলা সন্ধির কোনো নিয়মেই 'পৃথক + অন্ন = পৃথকন্ন' হয় না। এটি একটি ভুল ও অপ্রচলিত শব্দ।