Solution
Correct Answer: Option C
এখানে 'মাতাজাতি' শব্দটি সমাসের ভুল প্রয়োগ। সঠিক শব্দটি হবে 'মাতৃজাতি'। কারণ: সমাসবদ্ধ পদে 'মাতা' (মা) শব্দটি 'মাতৃ' রূপ ধারণ করে। যেমন: মাতৃস্নেহ, মাতৃভাষা, মাতৃভূমি ইত্যাদি। 'মাতা' শব্দের সাথে 'জাতি' শব্দ যুক্ত হয়ে 'মাতাজাতি' গঠন করা ব্যাকরণগতভাবে ভুল।