০.১২, √২৫, √৭২, √৪৯/৭ প্রদত্ত সংখ্যাগুলোর মধ্যে অমূলদ সংখ্যা কোনটি?

A ০.১২

B √২৫

C √৪৯/৭

D √৭২

Solution

Correct Answer: Option D

যে সংখ্যাকে p/q  আকারে প্রকাশ করা যায় না, যেখানে p ও q পূর্ণসংখ্যা এবং q ≠ 0, সে সংখ্যাকে অমূলদ সংখ্যা বলা হয়।
পূর্ণবর্গ নয় এরূপ যে কোনাে স্বাভাবিক সংখ্যার বর্গমূল কিংবা তার ভগ্নাংশ একটি অমূলদ সংখ্যা।

এখানে,
√৭২ = √(৩৬ × ২) = √(2 × ৬২) = ৬√২; যা ভগ্নাংশ আকারে লেখা যায় না তাই অমূলদ সংখ্যা।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions