9.8 মিটার ব্যাসের বৃত্তাকার একটি বাগানের ক্ষেত্রফল কত?
Solution
Correct Answer: Option D
বৃত্তাকার বাগানটির ব্যাস, d = 9.8 মিটার
বৃত্তাকার বাগানটির ব্যাসার্ধ, r = 9.8/2 মিটার
= 4.9 মিটার
আমরা জানি,
বৃত্তাকার বাগানটির ক্ষেত্রফল = πr2
= 3.14 × (4.9)2 বর্গমিটার
= 75.39 বর্গমিটার (প্রায়) ।