একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 2√3 সে.মি। এর ক্ষেত্রফল নির্ণয় করুন।
Solution
Correct Answer: Option C
মনে করি,
ABC ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য, a = 2√3 সে.মি
আমরা জানি,
সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল = (√3/4) × a2
= (√3/4) × (2√3)2 বর্গ সে.মি.
= (√3/4) × (2√3) × (2√3) বর্গ সে.মি.
= √3 × √3 × √3 বর্গ সে.মি.
= 3√3 বর্গ সে.মি.
∴ নির্ণেয় ক্ষেত্রফল = 3√3 বর্গ সে.মি. ।