'প্রগতি' সাহিত্য পত্রিকার যুগ্ম সম্পাদকরা কারা ছিলেন?
A বুদ্ধদেব বসু ও অজিত দত্ত
B জীবনানন্দ দাশ ও বিষ্ণু দে
C সুধীন্দ্রনাথ দত্ত ও অমিয় চক্রবর্তী
D অচিন্ত্যকুমার সেনগুপ্ত ও প্রেমেন্দ্র মিত্র
Solution
Correct Answer: Option A
'প্রগতি' ছিল বাংলা ভাষার একটি আধুনিক সাহিত্য পত্রিকা যা ১৯২৭ সালের জুলাই মাসে (আষাঢ় ১৩৩৪) ঢাকা থেকে প্রথম প্রকাশিত হয়। তিরিশের দশকের আধুনিক কবি ও সাহিত্যিকদের অন্যতম প্রধান মুখপাত্র ছিল এই পত্রিকাটি।
পত্রিকাটির যুগ্ম সম্পাদক ছিলেন বুদ্ধদেব বসু এবং অজিতকুমার দত্ত।[ ঢাকার পুরানা পল্টনে তাঁদের আড্ডা থেকেই এই পত্রিকা প্রকাশের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল এবং এটি তৎকালীন তরুণ লেখকদের জন্য একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হয়ে উঠেছিল। 'প্রগতি' পত্রিকা বিশ্বসাহিত্যের সঙ্গে বাঙালি পাঠকের পরিচয় করিয়ে দেওয়ার ক্ষেত্রেও অগ্রণী ভূমিকা পালন করেছিল।