ম্যালেরিয়ার জীবাণু মানবদেহে কোথায় আশ্রয় নেয়?
Solution
Correct Answer: Option A
ম্যালেরিয়ার জীবাণু বা Plasmodium parasite মানুষের শরীরে প্রবেশ করলে প্রথমে লিভারে (যকৃৎ) চলে যায় এবং সেখানে বৃদ্ধিপ্রাপ্ত হয়। এরপর এটি লোহিত রক্তকণিকাগুলোর ভিতরে ঢুকতে থাকে এবং সেখানে পরাগঁঠিত হয়। এই অবস্থায় জীবাণুটি রক্তকণিকাগুলোকে ধ্বংস করে করে শরীরে বিভিন্ন লক্ষণ সৃষ্টি করে যেমন জ্বর, ঠান্ডা লাগা, মাথা ব্যথা ইত্যাদি। ম্যালেরিয়া সংক্রমণের প্রধান লক্ষ্য হলো লোহিত রক্তকণিকা এবং যকৃৎ কারণ এখানেই জীবাণুটি বৃদ্ধি এবং বংশবিস্তার করে।
- Plasmodium জীবাণু প্রথমে যকৃৎ (liver) এ প্রবেশ করে বৃদ্ধি পায়।
- পরে এটি লোহিত রক্তকণিকায় (red blood cells) আশ্রয় নেয় এবং বিবর্তন ঘটে।
- এই পর্যায়ে রক্তকণিকা ধ্বংস হয়, যার ফলে ম্যালেরিয়ার লক্ষণগুলো সৃষ্টি হয়।
- অন্য অঙ্গ যেমন ফুসফুস, মস্তিষ্ক, কিডনি প্রাথমিক জীবাণুর অবস্থানের জন্য নয়, যদিও সংক্রমণের ফলে গম্ভীর ক্ষেত্রে অন্য অঙ্গেও সমস্যা হতে পারে।
অতএব, Plasmodium জীবাণুর প্রধান বাসস্থান ও বিকাশের স্থান হলো যকৃৎ ও লোহিত রক্তকণিকা।