Solution
Correct Answer: Option C
শিশুদের টিকার নামঃ
। BCG - যক্ষ্মা (শিশু জন্মের পরপর/১৪ দিনের মধ্যে)
। RV-1, RV-5 - শিশুদের ‘রোটা’ ভাইরাসজনিত ডায়রিয়া প্রতিরোধে
। MMR - হাম (Mealses), মাম্পস (Mumps) ও রুবেলা (Rubella)
। DPT - Pentavalent ভ্যাকসিন, ডিপথেরিয়া (D), পারটুসিস (P), টিটেনাস (T), হেপাটাইটিস B এবং হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জি B
। OPV - পোলিও
। TT - টিটেনাস