নিচের কোন বাক্যটি ‘অনুরোধ' অর্থে ভবিষ্যৎ কালের অনুজ্ঞা বোঝায়?
A সদা সত্য বলবে।
B কাল একবার এসো।
C চেষ্টা কর, সবই বুঝতে পারবে।
D রোগ হলে ওষুধ খাবে।
Solution
Correct Answer: Option B
যখন কোনও আদেশ, অনুরোধ বা প্রার্থনা ভবিষ্যতের জন্য করা হয় তখন তাকে ভবিষ্যৎ অনুজ্ঞা বলা হয়। যেমন: আগামীকাল আমার বাড়ি আসিস কিন্তু। কাজটা করে যেও।