কম্পিউটারের মাইক্রোপ্রসেসর কী দিয়ে তৈরি?
A ট্রানজিস্টর
B ইন্টিগ্রেটেড সার্কিট (আইসি)
C ভ্যাকুয়াম টিউব
D ক্যাপাসিটর
Solution
Correct Answer: Option B
- প্রথম প্রজন্মের কম্পিউটার ছিলো ভ্যাকুয়াম টিউব ভিত্তিক৷
- দ্বিতীয় প্রজন্মের কম্পিউটারের ভিত্তি ছিলো ট্রানজিস্টর।
- তৃতীয় প্রজন্মের কম্পিউটার ছিলো সিলিকন চিপ ভিত্তিক ইন্টিগ্রেটেড সার্কিট বা IC বেজড৷
- চতুর্থ প্রজন্মের কম্পিউটারে VLSI এবং মাইক্রোপ্রসেসরের প্রসার ও প্রচলন হয়।