A মর্সিয়া সাহিত্য বিষয়ক গ্রন্থ
B পুঁথি সাহিত্য বিষয়ক গ্রন্থ
C পুঁথি সাহিত্যের বিশিষ্ট লেখক
D মর্সিয়া সাহিত্যের বিশিষ্ট লেখক
Solution
Correct Answer: Option A
মুহম্মদ খানের ' মুক্তল হোসেন” কারবালার কাহিনী বিষয়ক মর্সিয়া সাহিত্য। কারবালায় শহীদ ইমাম হোসেন ও অন্যান্য শহীদদের উদ্দেশে লিখিত শোকগাথা ও প্র্রশংসামূলক কবিতা মর্সিয়া সাহিত্য নামে অভিহিত হয়েছে। মধ্যযুগের বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ মর্সিয়া কাব্য মক্তুল হোসেন। এ কাব্যের রচয়িতা চট্টগ্রামের হাটহাজারী থানার জোবরা গ্রামের অধিবাসী মুহম্মদ খান (১৫৮০-১৬২০ খ্রি.)। এ কাব্যটি ফারসি কাব্য মক্তুল হোসেন এর ভাবানুবাদ হলেও এতে কবির নিজস্ব চিন্তা-ভাবনা ও কল্পনার প্রাধান্য আছে।