'হবুচন্দ্র রাজার গবুচন্দ্র মন্ত্রী' বলতে বোঝানো হয়েছে-
A নির্বোধ ব্যক্তির বোকামি
B নামী রাজার গুণী মন্ত্রী
C বোকার অলস সঙ্গী
D অযোগ্য সঙ্গী
Solution
Correct Answer: Option D
• রবিঠাকুরের কবিতা থেকেই প্রবাদটির উৎপত্তি। এই হাস্যরসাত্মক কবিতায় কবি সাথে থাকা মানুষের অযোগ্যতা বোঝানোর জন্য এই প্রবাদটি ব্যবহার করেন।