বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ১৮৩৮ সালের ২৬ জুন পশ্চিম্মবঙ্গের চব্বিশপরগণা জেলার কাঁঠালপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি বাংলা সার্থক উপন্যাস সাহিত্যের স্থপতি কারণ তিনিই প্রথম পাশ্চাত্যধারায় উপন্যাস রচনা করেন।
- তাঁর রচিত দুর্গেশনন্দিনী বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস।
- উল্লেখযোগ্য উপন্যাস- কপালকুন্ডলা, মৃণালিনী, ইন্দিরা ইত্যাদি।
- বাংলা উপন্যাস রচনার পথিকৃৎ প্যারীচাঁদ মিত্র।
- ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে বাংলা গদ্যের জনক বলা হয়।
- বাংলা সাহিত্যের ছোটগল্পের জনক রবীন্দ্রনাথ ঠাকুর।
- প্রমথ চৌধুরী হলেন বাংলা চলিত গদ্যরীতির প্রবর্তক।