Solution
Correct Answer: Option D
- 'সারদামঙ্গল' কবি বিহারীলাল চক্রবর্তীর শ্রেষ্ঠ কাব্য। এই কাব্যগ্রন্থটি প্রথম প্রকাশিত হয়েছিল ‘আর্যদর্শন’ পত্রিকায়। প্রকাশকাল ১২৮৬ বঙ্গাব্দ (২৯ শে ডিসেম্বর ১৮৭৯ খ্রিষ্টাব্দ)।
- নবীন চন্দ্র সেনের রৈবতক, কুরুক্ষেত্র এবং প্রভাস-এই তিন মহাকাব্যকে একত্রে ত্রয়ী মহাকাব্য বলে।
- যোগীন্দ্রনাথ বসু রচিত মহাকাব্য 'পৃথ্বীরাজ' ।
- আনন্দচন্দ্র মিত্র রচিত মহাকাব্য 'হেলেনা কাব্য' ।